ঝালকাঠির নলছিটিতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে প্রবাসীর স্ত্রী ও কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মানপাশা বাজার এলাকায় শহিদুলের বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের সঙ্গে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্ক চলছিল।
সোমবার রাতে ওই নারী শহিদুলের বাসায় আসেন এবং গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাসাটি ঘিরে ফেলে এবং পুলিশকে খবর দেয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম জানান, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















