ওমানে পাঁচশ বোতল মদ বহন করার অভিযোগে এক প্রবাসী গাড়ী চালককে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। রবিবার (৬-জুন) এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “উত্তর আশ শারকিয়া অঞ্চল থেকে ৫০০ বোতল মদ সহ এক প্রবাসীকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তি নিজ গাড়িতে এই মদ বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ। আটককৃত ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ, তবে তার কাছথেকে উদ্ধারকৃত সকল মদ জব্দ করা হয়েছে। বর্তমানে সেই প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ওমানে বাড়ছে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগ
পাঁচ দিনের ব্যবধানে ওমানে নতুন আরো ৩টি শ্রমিকদের অভিযোগ এসেছে বলে জানিয়েছে দেশটির শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স (জিএফওডাব্লিউ)। সোমবার (৭-জুন) এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ‘‘প্রাপ্ত অভিযোগগুলো হলো শ্রমিকদের মজুরি কাটা, বিনা বেতনের ছুটিতে যেতে বাধ্য করা, কোয়ারেন্টাইন সময়ে বেতন প্রদান না করা এবং কোনো ঘোষণা ছাড়াই চাকরী থেকে বহিষ্কার করা।”
বিবৃতিতে আরো বলা হয়েছে যে, ‘‘দেশটিতে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের ঘটনা আবারও বৃদ্ধি পাচ্ছে। তাই সকল নিয়োগকর্তাদের সঠিকভাবে শ্রমিকদের অধিকার রক্ষায় আরো দায়িত্বশীল হবার জন্য অনুরোধ জানানো হয়।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
