জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী আকমল হোসাইন শাকির বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তা, হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। জানা যায়, শাকির বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার নেতা ফরহাদ হোসাইনের অনুসারী।
অভিযুক্ত শাকির দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী। শাকিরসহ একই শিক্ষাবর্ষের রাসেল ও শিহাবের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাজে ইশারা ইঙ্গিতের অভিযোগ করেছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীরা।
হেনস্তার শিকার নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, আমরা কয়েকজন মেয়ে ক্লাস থেকে বের হচ্ছিলাম, এমন সময় শাকির, রাসেল শিহাব আমাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাজে ইশারা ইঙ্গিত করে৷ তারা যেসব অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তা মুখে আনতেও লজ্জা লাগছে। পরে একপর্যায়ে তারা হাত উঠিয়ে আমাদের দিকে মারতে আসে। আমরা এদের থেকে বাচতে চাই। এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
ঘটনার সূত্রপাত হয় জুনিয়রদের ওপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দর্শন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মনমালিন্য দেখা দিলে। যার জের ধরে আজ বুধবার (২৭ নভেম্বর) সিনিয়র জুনিয়র হাতাহাতিতে জড়ায় বিভাগটির শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয় নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন। পরে প্রক্টর ও শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংঘর্ষের ঘটনায় ছাত্রদল কর্মী শাকির, শিহাব ও রাসেলসহ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে সিনিয়রদের মারধর, ধর্ষণের হুমকি, হত্যা-চেষ্টাসহ প্রক্টরিয়াল বডির কাছে অসংখ্য লিখিত অভিযোগ দায়ের করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
জানা যায়, ছাত্রদল নেতা ফরহাদ হোসাইনের ইন্ধনেই এসব ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে তার কর্মীরা। এদিকে ফরহাদের বিরুদ্ধে ছাত্রলীগ করার অভিযোগ ও প্রমাণ পাওয়া গেছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষা শিক্ষার্থী জানান, ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত হলও বেশ কিছুদিন ধরে সক্রিয় রাজনৈতিক ভূমিকা পালন করছে ছাত্রদল। নতুন ব্যাচ আসায়, তাদেরকে নিজেদের দলে ভেড়াতে সব রকমের অন্যায় অপচেষ্টা চালাচ্ছে ছাত্রদল। যারই ফল আজকের এই ঘটনা। বিশ্ববিদ্যালয়ে সকল রাজনীতি নিষিদ্ধ করা হোক অবিলম্বে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
