ওমানীকরণকে উত্সাহিত করার লক্ষ্যে দেশটির উচ্চ ও মধ্যম মানের পেশা, প্রযুক্তি খাত এবং বিশেষায়িত পেশায় প্রবাসী কর্মীদের নতুন ওয়ার্ক পারমিট ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। চলতি মাস থেকেই নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। নতুন এই সিদ্ধান্তকে যুগোপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে দেশটির ওমান ওয়ার্কার্স জেনারেল ফেডারেশন (জিএফডা্ব্লিউ)।

নতুন এই সিদ্ধান্ত দেশের অর্থনীতি ও শ্রমবাজারের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত দিয়েছেন জিএফডাব্লিউ চেয়ারম্যান নাভান বিন আহমেদ আল বাতাশি বলেন। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ওমান ভিষণ ২০৪০কে সামনে রেখে এবং বিশ্বে নিজেদের অবস্থান আরো উন্নত করার লক্ষ্যে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট ফি বাড়ানোর সিদ্ধান্ত নিলো ওমান।
এই সিদ্ধান্তটি প্রবাসীদের সাথে ওমানি নাগরিকদের প্রতিস্থাপনের সুযোগ তৈরি করতে সহায়তা করবে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করবে।” তিনি আরো বলেন, ‘‘দেশের বৃহত্তর শ্রমবাজারকে ভারসাম্য রাখতে সরকারের এই সিদ্ধান্ত খুবই চমৎকার হয়েছে। যা দেশের শ্রমবাজারকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলো। আগামী যুগে নেতৃত্বের স্তরে জাতীয় শ্রমের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত বেশি ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
