রাজশাহীতে প্রথম আলোর অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে পত্রিকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল ২টা ৪৫ মিনিটে নগরীর কুমারপাড়া এলাকার বোয়ালিয়া থানার মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে, প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় আলেম ওলামা ও তাওহিদি জনতা। তারা পুলিশের একটি পূর্বের অভিযানের প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা দুপুর ১টা ৩০ মিনিটে নগরীর জিরোপয়েন্ট থেকে মিছিল শুরু করেন এবং বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলোর অফিসের সামনে এসে অবস্থান নেন।
এ সময় তারা অফিসের সাইনবোর্ড ভেঙে ফেলে এবং কয়েকটি পত্রিকা ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়। পরে তারা আলুপট্টি এলাকায় গিয়ে সমাবেশ করেন।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, “মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু করে আলুপট্টি থানার মোড়ে এসে দাঁড়ায়। সেখানে বিক্ষোভ চলার সময় কয়েকজন প্রথম আলোর সাইনবোর্ড নামিয়ে রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়। শুনেছি, অফিসের গেটে তালা দেওয়া ছিল।”
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, “শুধু সাইনবোর্ড ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তারপরও পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।”
এই ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
