ওমানে সকল নাগরিক ও প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার খরচ নির্ধারণ করে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থেকে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি নিলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিপিএ)।
মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে দেশটিতে আরটি-পিসিআর পরীক্ষা ফি ১৫ রিয়াল, পিওসি-পিসিআর পরীক্ষা ফি ২৫ রিয়াল, আরডিটি-এন্টিজেন পরীক্ষা ৭ রিয়াল নির্ধারণ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে সিপিএ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারণ করে দেওয়া করোনা পরীক্ষার খরচ সঠিকভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে।
একই সাথে ব্যতিক্রমী পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানে আরো অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়। এমতাবস্থায় দেশটির সকল বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মন্ত্রণালয়ের নির্ধারণ করে দেওয়া খরচের মূল্য মেনে চলার নির্দেশ দিয়েছে কনজিউমার প্রোটেকশন অথরিটি (সিপিএ)।

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
