পবিত্র রমজান মাসে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এই রমজান মাসের প্রথমার্ধে দেশটি প্রায় ২৯৫ জন কারাবন্দীকে মুক্তি দিয়েছে। ফক কুর্বার উদ্যোগে এই কারাবন্দীদের মুক্তি দেয় ওমান সরকার।
ফক কুর্বার এক বিবৃতিতে জানানো হয়েছে, “দেশটিতে প্রায় ১৬০ জন কারাবন্দী কারাগারে দীর্ঘদিনের ভালো কাজ ও ব্যবহারের কারণে এই রমজানে কারামুক্তি দেওয়ার কথা ছিলো ওমান সরকারের। তবে ফক কুর্বার উদ্যোগে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে। ওমানের বিভিন্ন কারাগার থেকে এই ২৯৫ বন্দিদের মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে আল-বাতিনা থেকে ৭৯ জন, মাস্কাট থেকে ৩৯ জন, দক্ষিণ আল শারকিয়াহ থেকে ২৫ জন, আল দাখিলিয়াহ থেকে ৯জন, উত্তর আল শারকিয়াহ এবং মুদান্দম থেকে দুই জন। তবে এদের মধ্যে কতজন প্রবাসী রয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ওমানে স্থায়ী চাকরী হারাতে পারে কয়েক হাজার প্রবাসী
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
