নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মাদক মামলায় হিরো আলম ওরফে হিরু মণ্ডলকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হিরো আলম সিদ্ধিরগঞ্জের মো. আব্দুর রশিদ মণ্ডলের ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, মাদক মামলায় হিরো আলম ওরফে হিরু মণ্ডল নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
