ওমানে নেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দালাল চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যদিও প্রতারক চক্রের মূল হোতা রাকিবুল ইসলাম ওমানী পালাতক রয়েছেন। তবে তার বাবা মামলায় আব্দুল করিম গাজীকে মানবপাচার ও প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে।
একটি গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। জানা গেছে, প্রতারক রাকিবুল ইসলাম দীর্ঘদিনের ওমান প্রবাসী। সম্প্রতি প্রতিবেশি মোঃ মাহবুব আলমকে ওমানে নেয়ার জন্য দুই পর্বে মোট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেন।
চুক্তি মোতাবেক, পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র ঠিক করে ছয় মাসের মধ্যে ওমানে নেওয়ার কথা। আর ব্যর্থ হলে মোট চার লক্ষ পঞ্চাশ টাকা এককালীন ফেরত দেওয়ার চুক্তি হয়।
কিন্তু প্রতারকচক্র নানা অজুহাতে সেই টাকা আত্মসাৎ করে। স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা করলেও প্রতারকেরা সাড়া দেননি। এর বাইরে একাধিক মহিলাকে ওমানে নিয়ে চুক্তিতে বিক্রির অভিযোগও আছে অভিযুক্ত রাকিবের বিরুদ্ধে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
