ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদি শিক্ষার্থী মহিউদ্দিন রনি, যিনি বাংলাদেশ রেলওয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন, এবার উপদেষ্টাদের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, যদি উপদেষ্টারা তাদের দায়িত্বে গাফিলতি করেন, তবে তাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।
এছাড়া, ঢাবি মেডিকেল সেন্টারের আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে তিনি একাধিক অনশন কর্মসূচি পালন করেছেন এবং এর মাধ্যমে ক্যাম্পাসে বেশ পরিচিত হয়েছেন। বর্তমানে, তিনি উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন।
সম্প্রতি, একটি ফেসবুক ভিডিওতে তিনি উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “রিসেন্টলি নাহিদ ভাইকে যে অপমান করলো,তাকে যে বাটবার বলে স্লোগান দিলো, স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব সে পালন করবে, সে প্রশ্নের উত্তর দিবে।
সেখানে কেন হাসনাত ভাই যাবে,কেন আসিফকে বা মাহফুজ আলমকে যেতে হচ্ছে? তারা সব কিছু নিয়ে ব্যস্ত। কিন্তু অভ্যুত্থানের ১০০ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত আহতরা প্রোপার ট্রিটমেন্ট পেল না।”
তিনি আরও জানান, “আমরা যখন হাসপাতালে গিয়ে পরিস্থিতি জানার চেষ্টা করেছি, তখন আমাদের ফোনে বলেছে, ‘প্লিজ, তোমরা চুপ থাকো, কিছু বলো না’। কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলতে চাই—যদি তাদের দায়িত্বে অবহেলা দেখি, তাহলে আমি মামলা করতে প্রস্তুত। আমার তো মরার ভয় নেই, মরার ভয় তো অনেক আগেই ছেড়ে দিছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
