আজ, ওমানবাসী উৎসবে মেতে উঠেছে তাদের দেশের ৫৪তম জাতীয় দিবস উদযাপনে। এই বিশেষ দিনটিতে সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশে বসবাসরত ওমানি প্রবাসীরাও এই দিনটিকে এক অনন্য আনন্দের উপলক্ষ হিসেবে পালন করছে।
জাতীয় দিবসের শুভ উপলক্ষে সুলতান হাইথাম বিন তারিক একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি রাজকীয় ডিক্রি জারি করে প্রবাসীসহ ১৭৪ জন কারাবন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়াও, সরকারি কর্মচারীদের জন্য বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের ছুটি ঘোষণা করেছেন তিনি।
এই উদারতা ও মানবিকতার পরিচয় দিয়ে সুলতান হাইথাম বিন তারিক ওমানবাসীর হৃদয়ে স্থান করে নিচ্ছেন। জাতীয় দিবসের এই আনন্দে মুখরিত দিনে সকল ওমানবাসীকে জানাই অসংখ্য শুভকামনা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
