ওমানে বিপুল পরিমাণ অবৈধ তামাক দ্রব্য সহ এক বাংলাদেশী প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ ‘আরওপি’। সোমবার (৩১-মে) ওমানের নেজুয়া বাঙ্গালি গলি থেকে পুলিশ কামাল নামে এক প্রবাসীকে গ্রেফতার করে বলে জানাগেছে স্থানীয় সূত্রে। এ সময় পুলিশ ৩টি রুমে অভিযান চালিয়ে মোট ৬,১৩০ বক্স অবৈধ সিগারেট ও ৯ হাজার ৭১৪ বক্স অবৈধ তামাক দ্রব্য জব্দ করে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (পহেলা জুন) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আরওপি।
এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, আটককৃত কামাল হোসেনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। সে দীর্ঘদিন যাবত অত্র অঞ্চলে অবৈধ তামাক ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। তার এমন অপকর্মের কারণে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন নেজুয়ার অন্য প্রবাসীরা। সূত্রে জানাগেছে, কামাল ছাড়া আরো কয়েকজন বাংলাদেশী প্রবাসী জড়িত আছে এধরনের অবৈধ কর্মকান্ডে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
