নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশা কেটে যাওয়ার দেড় ঘণ্টা পরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে বিমান চলাচল স্বাভাবিক হয়।
সকাল ৮ টা থেকে ৯টা ৫৭ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় নভোএয়ারের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি।
রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। এরআগে ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করায় দুটি বিমান অবতরণ করতে পারেনি। পরে ৯ টা ৫৭ মিনিটে ঘন কুশায়া কেটে গেলে বিমান চলাচল স্বাভাবিক হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















