নীলফামারীর অনলাইন জুয়াড়ি ও ভিসা প্রতারক নিয়ামত সরকার আশিককে (২৩) আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদ।
অভিযুক্ত আশিক সৈয়দপুরের নিয়ামতপুর মুন্সিপাড়া এলাকার মাহবুব আলমের ছেলে।
পুলিশের তথ্যানুযায়ী, দীর্ঘদিন যাবত আশিক তার সহযোগীদের সাথে মিলে অনলাইনে জুয়া এবং ভিসা দেওয়ার নামে প্রতারণা করে যাচ্ছে। অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান ভিসা প্রদানের অনলাইনে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নেয় আশিক।
পূর্বে তার কয়েকজন সহকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্য্যানুযায়ী এই প্রতারণার সঙ্গে আশিকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। নীলফামারী ও সৈয়দপুর থানা পুলিশের যৌথ অভিযানে সে গ্রেপ্তার হয়।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদ বলেন, দীর্ঘদিন তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানোর পর গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে তাকে সৈয়দপুর থেকে গ্রেপ্তার করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
