পুর্ব ঘোষণা অনুযায়ী আগামী পহেলা জুন থেকেই প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ফি চালু করার ঘোষণা দিয়েছে ওমান সরকার। সম্প্রতি দেশটির শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশটিতে উচ্চ ও মধ্যম মানের পেশা, প্রযুক্তি খাত এবং বিশেষায়িত পেশায় প্রবাসী কর্মীদের নতুন ওয়ার্ক পারমিট ফি চালু করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী পহেলাজুন থেকে নতুন এই ফি কাযকর শুরু হবে।
শ্রম মন্ত্রণালয় আরো জানিয়েছে, বেসরকারী খাতে উচ্চ ও মধ্যম পেশা, প্রযুক্তি খাত এবং বিশেষায়িত পেশায় প্রবাসীদের কাজের সুযোগ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে সরকার। আশা করা যাচ্ছে আগামী পহেলা জুন থেকে নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী নিয়োগকর্তারা প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট ফি নির্ধারণ করবে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে সকল নিয়োগকর্তাকে বকেয়া ফি প্রদান করতে হবে।”
উল্লেখ্যঃ আগামী পহেলা জুন থেকে উপরল্লেখিত পেশায় কর্মরত প্রবাসিদের আগের তুলনায় বেশি খরচ পরবে তাদের ভিসা নবায়ন করতে। বিশেষকরে ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর এবং ম্যানেজার সহ এই ধরনের পেশায় কর্মরত প্রবাসীদের ক্ষেত্রে নতুন এই আইন কার্যকর হবে। এতে সামগ্রীকভাবে দেশটিতে কর্মরত বাংলাদেশী প্রবাসীদের উপর তেমন কোনো প্রভাব না পরলেও ভারতীয় নাগরিকদের উপর বেশ প্রভাব ফেলবে বলে মনে করছেন দেশটির বিশিষ্ট প্রবাসিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
