কয়েকদিন ধরেই ওমানে চলছে তীব্র তাপদাহ। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনমনে। কোথাও যেন মিলছেনা স্বস্তি। সামর্থবান মানুষেরা গরম নিবারণে সক্ষম হলেও বাহিরে খেটে খাওয়া মানুষের ভরসা যেন প্রকৃতিই। গাছ গাছালী কিংবা ছায়া শীতল পরিবেশই তাদের অবলম্বন। প্রচণ্ড গরমে শ্রমিকদের নিরাপত্তার দিকে লক্ষ রেখে আগামী পহেলা জুন থেকে আগস্ট পর্যন্ত দুপুরে কাজ বন্ধ ঘোষণা করেছে দেশটির শ্রমমন্ত্রণালয়।
প্রচণ্ড গরমের কারণে ঠাণ্ডা, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়াও তাপদাহজনিত কারণে প্রধানত হিট স্ট্রোকের আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। সেকারণে দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্মাণ সাইট এবং আউটডোর অর্থাৎ যারা বাহিরে কাজ করেন, তাদের সকল কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে বাহিরে কোনো শ্রমিক কাজ করতে পারবেন না। যদি কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে জোর করে কোনো শ্রমিককে বাহিরে কাজ করতে বাধ্য করে, তাহলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোটা অংকের জরিমানার বিধান রাখা হয়েছে।
আজ দেশটির সাহাম অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ওমান আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত তথ্যে জানাগেছে, আজ সাহাম অঞ্চলে ৪৮.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর ওমানের জন্য সর্বোচ্চ তাপমাত্রা। এই গরমে বেশি পরিমাণে পানি, লেবু শরবত, বেলের শরবত এবং ওরস্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিস্তারিত দেখুন আজকের বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
