এক বিশেষ ঘটনার মধ্য দিয়ে ইতিহাস গড়েছে সালতানাত অফ ওমান। প্রথমবার নিজেদের প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে দেশটি।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন অনুমোদিত ওমান লেন্স নামে একটি প্রতিষ্ঠান এই গৌরবের উপলক্ষ্য তৈরি করেছে।
উৎক্ষেপিত স্যাটেলাইটের মাধ্যমে পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা যাবে।
এই অর্জনকে ওমানের স্পেস প্রযুক্তির এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানা গেছে, এই স্যাটেলাইট সম্পূর্ণ ওমানের নামে নিবন্ধিত।
চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ‘ওমানি লেন্স’কে তৃতীয় শ্রেণির একটি লাইসেন্স প্রদান করে। পরে তারা স্যাটেলাইট পরিচালনের জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড স্টেশন নির্মাণ করে।
উৎক্ষেপিত এই স্যাটেলাইট ব্যবহার করে পরিবেশগত উপাদান পর্যালোচনার পাশাপাশি নগর পরিকল্পনা এবং সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্যগত সুবিধা গ্রহণ করা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















