ঢাকা এয়ারপোর্টে অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা রেখে পাচারের সময় এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের নতুন রাডার বিল্ডিং এর পূর্ব পাশ থেকে অভিযুক্ত মোঃ জুয়েল মিয়াকে আটক করা হয়।
এপিবিএন জানায়, ধরার আগে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। জেরার মুখে কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে এএপি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করা হলে এক পর্যায়ে জুয়েল মিয়া জানান, পেটে করে তিনি ইয়াবা ট্যাবলেট বহন করছেন। কক্সবাজার থেকে বিমানের ফ্লাইটে ওঠার আগে সেগুলো কয়েকভাগে টেপে মুড়িয়ে কলার সাথে সেবন করেছেন তিনি।
পরে ডাক্তারের পরামর্শে প্রাকৃতিকভাবে জুয়েল মিয়ার পেট থেকে ৭১ টি ডিম্বাকৃতির ইয়াবা ট্যাবলেটের পোটলা উদ্ধার করা হয়। তার মধ্যে ৩০৮০ পিস ইয়াবা পাওয়া গেছে, যার ওজন ৩০৮ গ্রাম। অভিযুক্ত জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
হটাৎ করে বিমানবন্দরে মাদক ও চোরাচালান বৃদ্ধির বিষয়টি নতুন করে শঙ্কা তৈরি করছে। এ বিষয়ে এপিবিএনের কমান্ডিং অফিসার সিহাব কায়সার খান বলেন, অজ্ঞাত কারণে গত ৫ আগস্টের পর থেকে বিমানবন্দরের ভিতরে কাজ করতে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। এই সীমাবদ্ধতার মধ্যেও অপরাধ দমনে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















