অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে ওমানের আল দাখেলিয়াহ অঞ্চল থেকে ৫ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আটককৃত পাঁচজন প্রবাসী কোন দেশের নাগরিক তা না জানালেও সবাই এশিয়ান নাগরিক বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫-মে) তাদেরকে আটক করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানাগেছে, আটককৃতরা ফিলিপাইন, ব্যাংকক, বাংলাদেশী ও ইন্দোনেশিয়ান মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাতো। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশ থেকে গৃহকর্মীর ভিসা নিয়ে ওমান যাওয়া নারীদের দিয়ে দেহ ব্যবসা করাতো। বিয়ের প্রলোভন দেখিয়ে বাধ্য করা হতো যৌনকাজে এমন অভিযোগ উঠে এসেছে। আটককৃত ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
