ইতালির উত্তরাঞ্চলে তার ছিঁড়ে একটি ক্যাবল কার মাটিতে পড়ে ১৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন ইসরায়েলি রয়েছে। তারা একই পরিবারের সদস্য। রোববার (২৩ মে) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে তার ছিঁড়ে ১০০ মিটার ওপর থেকে ক্যাবল কারটি মাটিতে পড়ে বিধ্বস্ত হয়।
বিখ্যাত স্ট্রেসার রিসোর্ট শহর থেকে ওই ক্যাবল কারে করে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৪০০ মিটার ওপরের ওই পর্বতে যাচ্ছিলেন। স্ট্রেসা থেকে যাত্রা করার ২০ মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী ম্যারিও দ্রাঘি এবং স্থানীয় স্ট্রেসা শহরের মেয়র মারসেলা সেভেরিনো গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র: জিউস টেলিগ্রাফিক এজেন্সি, রয়টার্স, এপি
আরো দেখুনঃ ওমানে যেভাবে করোনায় মৃত প্রবাসীদের দাফন করা হয়
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
