গতবছরের মার্চ থেকে ওমানি নাগরিকদের নতুন কাজের সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যে দেশটিতে শুরু হয়েছিলো ওমানীকরণ নীতিমালা বা প্রবাসীদের স্থানে ওমানি নাগরিকদের প্রতিস্থাপন পদ্ধতি। ফলে গত এক বছরে ওমান থেকে প্রায় দুই লাখ ১৮ হাজার প্রবাসী চাকরী ছেড়ে নিজ দেশে ফেরত গিয়েছেন। সোমবার (২৪-মে) দেশটির শ্রম মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান বাসেম বিন মোহাম্মদ আল বালুশি এই তথ্য জানান।
দেশটির শ্রম বাজারে ওমানি নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত করতে বেসরকারি ও সরকারী খাতে ওমানীকরনের পরিকল্পনা শুরু করে শ্রম মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম পাঁচমাসেই প্রায় ৫ হাজার ৪১ জন ওমানি নাগরিককে প্রবাসী শ্রমিকদের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে।
আল বালুশি বলেন, “বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণে এবং শ্রমবাজারকে আরো নিয়ন্ত্রণ করার লক্ষে দেশে ওমানিকরণের নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওমানি নাগরিকদের কাজে উত্সাহিত করার লক্ষ্যে দেশে বিভিন্ন পদে ওমানি নাগরিকদের নিয়োগের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও বেকার নাগরিকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রে উপযুক্ত করে তোলায় কাজ করে যাচ্ছে সরকার।”
আরো দেখুনঃ ওমানে যেভাবে করোনায় মৃত প্রবাসীদের দাফন করা হয়
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
