ওমানে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ইতিমধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা প্রায় ৪৭ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। শনিবার (২২-মে) ওমান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ফাহুদ অঞ্চলে সর্বাধিক তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সর্বনিম্ন জাবাল আশ শামসে ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ওমানের বেশিরভাগ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। রাতের শেষভাগে কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। আরব সাগরের উপকূলীয় অঞ্চল, আল ওস্তা এবং ধোফার প্রদেশের মরুভূমি এলাকাগুলোতে ধুলোঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ওমান আবহাওয়া অধিদপ্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
