দূতাবাসের অনুরোধে এক প্রবাসী বাংলাদেশির চিকিৎসা ব্যয় বাবদ প্রায় ৬০ লক্ষ টাকা মওকুফ করে দিয়েছে ওমান। এরপর দূতাবাসের আর্থিক সহযোগিতা নিয়ে দেশে ফেরেন সজিব মিয়া নামে ওই প্রবাসী।
চলতি বছরের জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সুলতান কাবুস হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সজিব। এই ৯ মাসে তার পরিবার কিংবা পরিচিত কারোর খোঁজ পাওয়া যাচ্ছিলো না। খবর দেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দূতাবাস। এরপর তার চিকিৎসা ব্যয় মওকুফ করা হয়।
এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম।
আহত প্রবাসী সজীব মিয়া ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। তার বাবা মুজিবর মিয়া জানান, তার ছেলেকে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানবিক সহযোগিতার তিনি ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দূতাবাস কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
