ওমানে কারফিউ চলাকালীন সময়ে ২৪ ঘন্টা খাবার পরিষেবা চালু রাখার অনুমতি পেলো দেশটির সকল রেস্তোরা ও ক্যাফে। নিষেধাজ্ঞার সময় লাইসেন্সকৃত খাদ্য সরবরাহকারী সংস্থাগুলির মাধ্যমে ওমানের সকল রেস্তোঁরা ও ক্যাফে ২৪ ঘন্টা খাবার ডেলিভারি দিতে পারবেন।
যেসব রেস্টুরেন্টের সাথে ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি আছে, তারা উক্ত ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের খাবার হোম ডেলিভারি দিতে পারবে। তবে যাদের ডেলিভারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি নাই, তারা স্থানীয় পৌরসভা থেকে একটা আলাদা অনুমতি নিয়ে এরপর হোটেলের নিজস্ব স্টাফের মাধ্যমেও ডেলিভারি সেবা প্রদান করতে পারবে। নিজস্ব প্রতিষ্ঠানের কর্মচারী ব্যতীত অর্ডারকৃত খাদ্য ডেলিভারি দিতে পারবেনা।
সেইসাথে ফুড ডেলিভারি প্রতিষ্ঠান কেবল অর্ডারকৃত খাবারই পৌছাঁনের কাজ করতে পারবেন। এ ব্যতীত অন্যকোনো কাজ করার অনুমতি পাবেন না। তাদের পরিবহণে কোম্পানির নাম, লাইসেন্সের শর্তাদি এবং কোম্পানির স্টিকার লাগাতে হবে। একইসাথে, রাস্তার উপর খাদ্য বিক্রয় করা প্রতিষ্ঠানগুলোকে পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
