ওমানে ইদানীং কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। দেশটিতে আজ আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা প্রায় দ্বিগুণ। বুধবার (৫-মে) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৭৭০ জন এবং মৃতের সংখ্যা ৯ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ১৩২ জন। সেইসাথে আজ নতুন সুস্থ হয়েছেন ১৩৭২ জন। যা আক্রান্তের তুলনায় প্রায় দ্বিগুণ রোগী সুস্থ হয়েছেন আজ।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গতকালের তুলনায় আজ দেশটির আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ২৮৭ থেকে কমে দাঁড়িয়েছে ২৮১ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যাও গতকালের তুলনায় আজ কমেছে। নতুন ৭৫ জন রোগী সহ এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৮২ জন। যা গতকালের তুলনায় ৩১ জন কমেছে আজ। এ অবস্থাকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আগামী ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশটির সকল প্রদেশে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করেছে সুপ্রিম কমিটি। একইসাথে ঈদের জামাত এবং ঈদ উপলক্ষে মার্কেট খোলা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ঈদের দিন দেশটির সকল সৈকত, পার্ক এবং পাবলিক স্থানে সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কমিটি। ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
