ওমানের ভিশন ২০৪০ লক্ষ্য পূরণে দেশটির বিভিন্ন স্টোকহোল্ডার ও শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশটিতে ভ্রাম্যমাণ আদালত সহ একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করছে ওমানের জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাফেয়ার্স কাউন্সিল। মন্ত্রণালয়ের এমন উদ্যোগের ফলে খুব সহজেই শ্রমিকদের মামলা ও বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে জানিয়েছেন কাউন্সিলের পরিকল্পনা বিভাগের প্রধান ডঃ ইউসুফ বিন সালেম আল ফালাইতি।
এক বিবৃতিতে আল ফালাইতি বলেন, এই উদ্যোগের ফলে মামলা মোকদ্দমা পরিষেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। বর্তমানে ওমানে নিয়োগকর্তাদের শ্রম-আইন লঙ্ঘনের অভিযোগ বেড়েই চলছে উল্লেখ করে তিনি বলেন, এই সমস্যা সমাধানে নতুন উদ্যোগগুলো অনেক কাজে দিবে। জুডিশিয়াল অ্যাফেয়ার্স কাউন্সিল দেশটির বিভিন্ন শ্রমিক আইন লঙ্ঘনের মতো অভিযোগগুলো নিষ্পত্তি করতে সন্ধ্যাকালীন আদালত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যা যথাযথভাবে চালু হলে প্রবাসী শ্রমিকরা বেশ উপকৃত হবেন বলে মনে করছেন অনেকেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
