একের পর এক ওমানিকরন করছে দেশটির সরকার। রবিবার (২-মে) ওমানের সুপারমার্কেট এবং মলে ওমানিকরনের নতুন আইনজারি করে এক রয়্যাল ডিক্রি জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, আগামী ২০ জুলাই থেকে দেশটির শপিং-মল ও সুপারমার্কেটের বেশকিছু পেশায় ওমানি নাগরিক ব্যতীত প্রবাসীদের নিয়োগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শপিং-মল ও সুপারমার্কেটগুলোতে নিম্নলিখিত পেশায় ওমানি নাগরিকদের নিয়োগ দেওয়ার বিষয়ে রয়েল ডিক্রি জারি করা হয়। পেশাগুলো হলো: গ্রাহক পরিষেবা, ক্যাশিয়ার, প্রশাসন এবং শেল্ফ-স্ট্যাকার। শ্রম মন্ত্রণালয় আরো জানিয়েছে, রয়্যাল ডিক্রিতে জারিকৃত নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তাই শাস্তি এড়াতে উপরে বর্ণিত সিদ্ধান্তটি মেনে চলার আহ্বান জানানো হয়। তবে বর্তমানে যেসব প্রবাসী উল্লিখিত পেশায় কর্মরত আছেন, তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরে আর ভিসা নবায়ন করতে পারবেনা বলে উল্লেখ করা হয়েছে। দেশটির বাণিজ্যিক খাতে ওমানিকরণ করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ওমানের জনশক্তি মন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
