নয় মাসের শিশু তাবিহা দুরারোগ্য রোগে আক্রান্ত। বর্তমানে সে চট্টগ্রাম বেবি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির চিকিৎসার জন্য সাত লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার বাবা রাসেল মাহমুদ নিতান্তই দরিদ্র মানুষ। তাঁর পক্ষে কোনোভাবেই চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পর সাড়ে তিন লাখ টাকার মত সাহায্য উঠেছিলো। বর্তমানে আর সাড়ে তিন লাখ টাকা হলে শিশুটির উন্নত চিকিৎসা করানো সম্ভব। তাই তিনি মেয়ের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর জন্য সরাসরি তাবিহার বাবা রাসেল মাহমুদের ০১৮৮৯৯০২১২৮ এই বিকাশ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
