আগামী দুই বছরের জন্য রিয়াদকে আরব পরিবেশের রাজধানী ঘোষণা করা হয়েছে। আরব মন্ত্রীদের পরিবেশবাদী কাউন্সিলের এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আরব নিউজ
২০৩০ সালের মধ্যে রিয়াদকে সবুজ শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। যেখানে এ সময়ের মধ্যে রিয়াদের মরুভূমিসহ মেট্রোপলিটন এলাকায় ৭৫ লাখ গাছ রোপন করা হবে। নির্ধারিত লক্ষ্যের মধ্যে রয়েছে শহরের সবুজায়ন ১.৫ শতাংশ থেকে থেকে ৯ শতাংশে উন্নীত করা।
ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে রিয়াদের বাতাসের মান উন্নতি হবে। এ সময়ের মধ্যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমান ৩ থেকে ৬ শতাংশ কমে যাবে এবং তাপমাত্রাও কমবে ১.৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি পর্যন্ত।
এছাড়া রিয়াদে তৈরি করা হচ্ছে কিং সালমান পার্ক, যেটি নির্মাণাধীন রয়েছে। এই পার্কটি বিশ্বের শহরের মধ্যে থাকা পার্কগুলোর থেকে সবচয়ে বড় হবে।
১৩ থেকে ১৭ অক্টোবর জেদ্দাতে আরব মন্ত্রীদের পরিবেশবাদী কাউন্সিলের ৩৫তম বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরব লীগের সহযোগিতায় আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রণালয় ওই বৈঠকের আয়োজন করে। এতে আরব দেশের পরিবেশ মন্ত্রীরা ছাড়াও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে আরব বিশ্বের পরিবেশ নিয়ে আলোচনা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
