আগামী ১৬ এপ্রিল থেকে ভ্যাট সিস্টেম চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে প্রথমবারের মতো ভ্যাট সিস্টেম চালু হওয়াতে অনেকেই দ্বিধা দন্দে ভুগছেন কোনটা ভ্যাটের আওতাভুক্ত আর কোনটা আওতামুক্ত। এমতাবস্থায় ভ্যাটের আওতামুক্ত বেশকিছু খাদ্যপণ্যের তালিকা প্রকাশ করেছে দেশটির শুল্ক বিভাগ। তালিকায় থাকা পণ্যগুলো এখন থেকে কোনো ধরণের শুল্ক-ছাড়াই ক্রয় করতে পারবে ক্রেতারা।
খাদ্য-পণ্যগুলো হলো:
১, টাটকা বা হিমায়িত শাকসবজি। যেমন টমেটো, পেঁয়াজ, আলু, গাজর, শসা এবং বেগুন।
২, বিভিন্ন ফলের বিচি
৩, ফল
৪, মশলা

৫, তেল
৬, টাটকা বা হিমায়িত মাছ
৭, ডিম
৮, হিমায়িত করা বা তাজা পোল্ট্রি
৯, টাটকা বা হিমায়িত মাংস
১০, দুগ্ধ ও পনির
১১, শস্যদানা
১২, ময়দা
১৩, চা এবং কফি
১৪, লবণ এবং চিনি
১৫, সুগার ফ্রি জুস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















