করোনাভাইরাসে আজ সারা বিশ্বগৃহবন্দি। এই অবস্থায় সবচেয়ে বিপাকে রয়েছে বিভিন্ন দেশে কর্মরত বিদেশি নাগরিকরা। বিভিন্ন দেশ এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার ওমানে আটকে পড়া ১৭০ জন যাত্রী নিয়ে ভারতে রওনা হবে ভারতীয় এয়ারলাইন্স। মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার দুপুর ১ টায় যাত্রা করবে বিমানটি। মঙ্গলবার (৫-মে) ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মাস্কাট থেকে প্রথম ফ্লাইটটি ভারতের কোচির উদ্দেশ্যে যাত্রা করবে। স্থানীয় সময় সন্ধ্যা ৬.০৫ মিনিটে ভারতীয় বিমান কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। আগামী ১২ মে দ্বিতীয় বিমান চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে ভারতে পৌঁছাবে সন্ধ্যা ৫.২৫ মিনিটে।
আরও পড়ুনঃ ওমান থেকে যুক্তরাজ্যের প্রবাসীদের ফেরত নেওয়া হচ্ছে
মাস্কাট থেকে কোচি ও চেন্নাইগামী বিমানে অনওয়ে টিকিটের দাম প্রায় ১৪ হাজার রুপি। এরই মধ্যে ভারতীয় দূতাবাসের অনুরোধের পর যাত্রীদের মধ্যে টিকিট বিতরণ শুরু করেছে ভারতীয় এয়ারলাইন্স। বৃহস্পতিবার থেকে বিশ্বব্যাপী আটকা পড়ে থাকা বিদেশিদের ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের সাত দিনের মহড়া শুরু হচ্ছে। এয়ার ইন্ডিয়া সারা বিশ্ব থেকে এই সময়কালে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রায় ৬৪টি ফ্লাইট পরিচালনা করবে। ওমান থেকে ভারতের জন্য বর্তমানে মাত্র দুটি বিমানের পরিকল্পনা করা হয়েছে।
https://www.youtube.com/watch?v=rlKq_IX8Wqg
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
