পাচারকৃত টাকা বিদেশে নানাখাতে বিনিয়োগ নিয়ে এবার নিরবতা ভাঙলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাচারকৃত টাকার গন্তব্য সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি।
পোস্টে আসিফ লেখেন, বাংলাদেশ থেকে পাচার কৃত অর্থে সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি পর্যন্ত কিনে রেখেছে পতিত ফ্যাসিস্টরা।
পাঠকদের জন্য আসিফ মাহমুদের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি পর্যন্ত কিনে রেখেছে পতিত ফ্যাসিস্টরা। পাচারকৃত অর্থের একটা বড় অংশই ইনভেস্ট হয়েছে সেখানে।তবে পোস্টটির কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা যতদ্রুত সম্ভব সে টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে আহ্বান জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
