ওমানে ভয়াবহ রূপ ধারণ করছে মহামারী করোনা। দিন দিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশটিতে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় চলছে রাত্রিকালীন লকডাউন। রবিবার (৪-এপ্রিল) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ৩দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৩৯ জন এবং মৃত ৯ জন।
যেখানে গত রবিবার (২৮-মার্চ) আক্রান্তের সংখ্যা ছিলো ২২৪৯ জন এবং মৃত ১১ জন। গত রবিবারের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ৮৯০ জন। তবে মৃত কমেছে ২ জন। দেশটির বর্তমান করোনা পরিস্থিতি ভয়াবহ বিপদ সংকেতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বর্তমানে আইসিউতে ভর্তি রোগীর সংখ্যা ১৮৬ জন। গত ৩ দিনেই আইসিইউতে ভর্তি হয়েছেন ২৬ জন রোগী। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১৫৭ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৬৭৭ জন। নতুন ৯ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬৯০ জন। গত ৩ দিনে নতুন সুস্থের সংখ্যা ২ হাজার ৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৯৭ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫৯০ জন। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামীকাল (৫ এপ্রিল) থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সরকার। রোববার (৪ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনে সকল প্রকার গণপরিবহন সড়ক, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন উৎপাদন ব্যবস্থার জরুরি সেবা দানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া বিদেশগামী ও বিদেশ ফেরত ব্যক্তিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। অর্থাৎ লকডাউনের মধ্যেও প্রবাসীরা দেশে এসে তাদের নিজ বাড়িতে যেতে পারবেন এবং বিদেশ গমনের উদ্দেশ্যে বাড়ি থেকে এয়ারপোর্টে যেতে পারবেন। (সেক্ষেত্রে যাত্রাপথে ভোগান্তি এড়াতে যাত্রীদের সাথে ফ্লাইটের টিকিট রাখতে হবে।)
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















