দেশে আজ পূর্বের সব রেকর্ড ভেঙে করোনা আক্রান্তে সর্বোচ্চ ৬৮৩০ রোগী শনাক্ত এবং ৫০ জনের মৃত্যুর রেকর্ড করেছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার (২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন। এদিকে দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সুন্দরবনে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসক থেকে শুক্রবার থেকেই এ আদেশ কার্যকর করা হয়েছে।
এক বিজ্ঞপ্তি বলা হয়, সুন্দরবনসহ জেলার সব পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কও বন্ধ ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার এক চিঠিতে শুক্রবার থেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব বন্ধ থাকবে। শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবর রহমানও বন্ধের এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান (ফার্মেসি) ও কাঁচাবাজার ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।
জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের সব শপিং সেন্টার, বিপণি কেন্দ্র, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। তবে ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। এ নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
