ওমানে একই ব্যক্তি একাধিকবার করোনা সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছে ওমান রয়্যাল হাসপাতালের সংক্রামক রোগ ইউনিটের প্রধান ডাঃ ফরিয়াল আল লাওয়াতি। করোনা উপসর্গ একজন ব্যক্তির শরীরে কয়েকমাস পর্যন্ত থাকতে পারে বলেও জানান তিনি। আল লাওয়াতি বলেন, ‘‘রয়েল হাসপাতালে এমন অনেক রোগী করোনা সংক্রমণে ভর্তি হয়েছেন যারা দুই থেকে তিনমাস আগে করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো।
তিনি আরো বলেন, ‘‘দুই-থেকে তিনমাস পর আবারও করোনায় আক্রান্ত হওয়া এটা অবশ্যই আমাদের ভাবাচ্ছে। তবে অন্য কোনও রোগের কারণে এই ভাইরাসের উপসর্গ শরীরে থেকে যাচ্ছে কিনা এটা নির্ণয় করা বর্তমানে আমাদের জন্য অনেক কষ্টসাধ্য।

তবে দেশটিতে করোনা সংক্রমিত রোগীর পরিমাণ বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হিসেবে তিনি মনে করেন বেশিরভাগ নাগরিক সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছেনা। আবার দেশটিতে আগত অনেক ভ্রমণকারী সঠিকভাবে কোয়ারেন্টাইন মেনে চলছেন না। যে কারণে দেশটিতে আগের তুলনায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, গতবছরের ডিসেম্বর থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা অনেক নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছিলো। তবে ফেব্রুয়ারি থেকে সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। দেশটির বিভিন্ন হাসপাতালের আইসিইউ-তে করোনা রোগীর ৫০ শতাংশের বেশি রোগী শ্বাস-প্রশ্বাস-জনিত জটিলতায় ভুগছেন। দুইদিন আগে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, করোনা সংক্রমণের ছয় মাস পরেও রোগীদের আবার করোনা সংক্রমণ হতে পারে। ১১ হাজার মানুষের উপর করা একটি সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে, ০.৬৫ শতাংশ রোগীদের পুনরায় করোনা সংক্রমিত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















