লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা সা’আরে ইসরাইলের দখলকৃত বসতিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে।
রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা সা’আর বসতিকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। এই হামলা লেবাননের শহর, গ্রাম এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো নির্মম আগ্রাসনের জবাব হিসেবে।
উল্লেখ্য, ইসরাইলের সা’আর বসতিটি পশ্চিম গ্যালিলির দখলকৃত অঞ্চলে অবস্থিত।
হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা দখলকৃত গ্যালিলির মানারা বসতিতেও রকেট হামলা চালিয়েছে, যেখানে ইসরাইলি সৈন্যরা অবস্থান করছিল।
তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
