নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান (৪৭) আটক হয়েছেন। এর আগে শনিবার রাত ২টার দিকে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি, বিভিন্ন শিল্প কারখানায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
তাছাড়া বিচার-সালিশের নামে তার নেতৃত্বে বাবুল, রাকিব, নিজামুদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
ওসি মো. আব্দুল বারি জানান, আটক বিএনপি নেতা আতাউর রহমানকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
