সাতটি দেশ থেকে ওমানে আগত যাত্রীদের পিসিআর পরীক্ষার জন্য আগ থেকেই অনলাইন রেজিস্ট্রেশন ফি “প্রি-পেমেন্টের” প্রয়োজন নেই তবে তাদের প্রাক নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এখন থেকে ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, ঘানা এবং নাইজেরিয়া এই সাতটি দেশের নাগরিকদের জন্য এই সুবিধা চালু থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিতে ১৬ বছরের কম বয়সী কোনো ভ্রমণকারীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে না বলেও জানিয়েছে ওমান বিমানবন্দর অথোরিটি। তবে দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিজ বাড়িতে এক সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইন করা জরুরি বলে মনে করেন দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ওমান বিমানবন্দরগুলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশিকা মেনে দেশটিতে আগত ভ্রমণকারীদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে।

১৬ বছরের অধিক বয়সী নাগরিকদের অবশ্যই ওমানে এসে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন মেনে চলতে হবে। তবে ১৬ বছরের নিচে বয়সী নাগরিকদের পিসিআর পরীক্ষা ও ট্র্যাকিং ব্রেসলেট পরার দরকার নেই। তবে তাদের অবশ্যই ৭ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।
এদিকে, প্রবাসী এবং তাদের শিশুদের অবশ্যই প্রয়োজনীয় করোনার স্বাস্থ্য বীমা করতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “৬০ বছর বা তার বেশি বয়সী যাত্রী যারা চিকিৎসা কাজে ওমানে এসেছেন তাদের সাথে (পুরুষদের ক্ষেত্রে একজন ও মহিলাদের ক্ষেত্রে ২ জন) ব্যক্তিকে নিয়ে আসতে পারবেন। আজ থেকে ওমানে ফের রাত্রিকালীন লকডাউন শুরু হলেও মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর, সালালাহ, দুকুম এবং তেলফিল্ড বিমানবন্দরের সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে
ওমান বিমানবন্দর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















