১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে প্যারিসে আইফেল টাওয়ারের পাদদেশে মানবাধিকার চত্বরে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এবং মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদ ফ্রান্সের যৌথ উদ্যোগে গণহত্যার চিত্র প্রদর্শন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতাবিরোধী শক্তির সহায়তায় ইতিহাসের সবচেয়ে বর্বর হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদাররা। তাই এই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে উল্লেখ করেন বক্তারা।
এসময় বক্তারা বাংলাদেশে সংখ্যা লঘু নির্যাতনের কথা উল্লেখ করে বলেন স্বাধীনতার ৫০ বছর পরেও রাঙ্গুনিয়ার ফল হারিয়ায় বৌদ্ধ বিহারে হামলা, সিলেটের শাল্লায় হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটে।
এসময় তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং নির্যাতন বন্ধের দাবি তুলেন। মানব বন্ধনে তাপস বড়ুয়া রিপনের পরিচালনায় অল ইউরোপিয়ান হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির ফ্রান্সের সভাপতি স্বদেশ বড়ুয়া, কমিউনিটি ব্যক্তিত্ব রজত রায়, মিঠু বড়ুয়া, দীপালী রানী বড়ুয়া, বাবলু বড়ুয়া, বাসু দেব গোস্বামী সহ আরো অনেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
