আগামী সোমবার অর্থাৎ ২৯-মার্চ দুপুর ২টা থেকে ওমান প্রবেশে নতুন আইন জারী করেছে দেশটির সিভিল এভিয়েশন অথোরিটি। আজ এক বিবৃতিতে সিভিল এভিয়েশন জানিয়েছে, ওমানে আগত যাত্রীদের সাহালা প্ল্যাটফর্মের মাধ্যমে হোটেল কোয়ারেন্টানের জন্য কক্ষ বুকিং বাধ্যতামূলক। ওমানে আগত সকল নাগরিকদের সাহালা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং দিতে হবে।
করোনা মহামারী রোধে দেশটিতে প্রবেশের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আরো কঠোরতা আরোপ করলো সুপ্রিম কমিটি। তবে নতুন এই নিয়মে যাত্রীদের কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং আরো সহজ হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন।
দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ ওমানে আগত সকল ভ্রমণকারীদের উদ্দেশ্যে জানিয়েছে, আগামী ২৯-মার্চ থেকে ওমানে আগত যাত্রীদের www.covid19.emushrif.om এ সাহালা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং করতে হবে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ সাহালা প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীদের বুকিং নিশ্চিত করবে এবং ওমান প্রবেশে পূর্বের সকল নিয়ম মানতে হবে।
উল্লেখ্যঃ ওমান প্রবেশের পর অনেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন অমান্য করছেন। যে কারণে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ওমান সুপ্রিম কমিটি। এমতাবস্থায় ওমানের সকল বাংলাদেশী প্রবাসীদের প্রতি সেই দেশের আইন কানুন মেনে চলতে অনুরোধ জানিয়েছে দেশটিতে বসবাসরত সচেতন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
