ওমানের জালান বু আলি নামক সহরে ৪ তলা ছাদ থেকে পড়ে লিখন (২৭) নামে এক বাংলাদেশী প্রবাসী মারা গেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ঘটনাস্থল থেকে প্রবাস টাইমকে এই তথ্য জানিয়েছেন তার সহকর্মীরা।
বুধবার (১৭-মার্চ) রাত আনুমানিক ১টার দিকে ৪ তলা ভবনের ছাদ থেকে পরে তার মৃত হয়। মৃত লিখনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার রেহানিয়া গ্রামে। তার বাবার নাম নুর ইসলাম। লিখন গত ৬ বছর যাবত ওমানে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।
নিহত লিখনের পরিবারের সাথে যোগাযোগ করলে প্রবাস টাইমকে তার খালাতো ভাই আল আমিন জানান, সে খুবই শান্ত প্রকৃতির ছেলে ছিলো, কখনো কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতোনা।
ছোট সময়ে তার হাতেই বড় হয়েছে লিখন। সর্বশেষ ছুটিতে এসে দেশ থেকে গত ১ বছর আগে সে ওমানে যায়। লিখনের খালাতো ভাই জানান, সে গত দুই বছর আগে বিবাহ করেছে, এখনো তাদের ঘরে কোনো সন্তান আসেনি।
তবে লিখনের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছেনা। তার সহকর্মীরাও মৃত্যুর কারণ বলতে পারছেন না। সবার একটাই প্রশ্ন “রাত একটার সময় সে একা ছাদে যাবে কেনো? এবং ছাদে গেলেও তাকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিলো নাকি সে আত্মহত্যা করলো? এ নিয়েই ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
তবে তার পরিবারের সাথে কথা বলে জানাগেছে, মৃত্যুর আগে পরিবারের কারো সাথে কোনো ঝগড়া হয়নি তার। লিখনের মৃত্যু নিয়ে তার পরিবারের লোকজনও কিছু বলতে পারছেনা।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
দাঁড়ি ওয়ালাদের জন্য এক লাখ টাকার অফার ঘোষণা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
লিখন জ্বালান বু আলিতে বাংলাদেশী মালিকানাধীন একটি রেস্টুরেন্টে কাজ করতো। আজ বৃহস্পতিবার (১৮-মার্চ) সকালে পুলিশ এসে তার মরদেহ নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রবাসীরা। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাঁসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোঁকে কাতর লিখনের বাবা! লিখনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মীদের মাঝেও। শেষ বারের মতো ছেলের নিথর মুখ দেখতে অধীর আগ্রহ নিয়ে দিনক্ষণ গুনছেন বাবা! দ্রুত সময়ে লিখনের মরদেহ দেশে পাঠাতে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
