ওমানে চলছে মহামারী করোনার তৃতীয় ঢেউ। করোনার টিকা দিয়েও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছেনা নতুন সংক্রমণের। গতকালের তুলনায় আজও ঊর্ধ্বমুখী রয়েছে দেশটিতে করোনার নতুন সংক্রমণ। বৃহস্পতিবার (১৮-মার্চ) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৫৭৭ জন এবং মৃত ৩ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ২৯ জন।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ১৩৫ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৮৭১ জন। নতুন ৩ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬২০ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ৩২৭ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক কমে দাঁড়িয়েছে ৯৩ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৮ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৩১১ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৮৮ জন। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
এদিকে ওমানে এখন করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আল হোসনি। ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই কথা বলেন। এ সময় আল হোসনি বলেন, “আমরা তৃতীয় ঢেউয়ের শুরুতে আছি। তবে এই সংক্রমণ কমাতে যা করা প্রয়োজন, সবই আমাদের করা উচিৎ।”
আল হোসনির এমন বক্তব্যে দেশটিতে পুনরায় লকডাউনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। বিশ্বস্ত সূত্রে জানাগেছে, এভাবে করোনা বাড়তে থাকলে ফের ফ্লাইট বন্ধ সহ লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে ওমান সুপ্রিম কমিটি।
তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
দাঁড়ি ওয়ালাদের জন্য এক লাখ টাকার অফার ঘোষণা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
এদিকে বাংলাদেশে আজ করোনা সংক্রমণে রেকর্ড করেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬২৪ জনে। এছাড়া আজ নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ১৮৭ জনের শরীরে। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন। স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
