ওমানে করোনার তৃতীয় ঢেউ শুরু হলেও পুনরায় দেশটির সমুদ্র সৈকত জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এখন থেকে যে কোনো ব্যক্তি নিজের প্রয়োজনে বা ব্যক্তিগত খেলাধুলায় অংশ নিতে সৈকত ভ্রমণ করতে পারবেন বলে বুধবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে দেশটির সুপ্রিম কমিটি।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
দাঁড়ি ওয়ালাদের জন্য এক লাখ টাকার অফার ঘোষণা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
কমিটির বরাত দিয়ে ওমানের একাধিক জাতীয় গণমাধ্যমের সংবাদে উল্লেখ করা হয়েছে, সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে দেশের সকল নাগরিক ও প্রবাসীরা সৈকত ভ্রমণে যেতে পারবেন তবে সৈকতে কোনো ধরণের সমাবেশ করা যাবে না। এছাড়াও দেশের সকল নাগরিক ও প্রবাসীদের সুপ্রিম কিমিটির স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
