ওমানের বাংলাদেশ দূতাবাসের কাছে প্রবাসীর হারিয়ে যাওয়া বেশকিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
গত ৩১ আগস্ট আব্দুল আজিজ নামে এক ব্যক্তি স্বর্ণগুলো দেখতে পেয়ে নিজের জিম্মায় রাখেন। তবে অনেক চেষ্টাতেও মালিকের সন্ধান পাননি।
প্রবাস টাইমকে জানানো হয়েছে, কুড়িয়ে পাওয়া স্বর্ণ এখনও আব্দুল আজিজের কাছেই রয়েছে।
তথ্য প্রমাণ দেখালে প্রকৃত মালিককে এগুলো বুঝিয়ে দেবেন তিনি। এজন্য ৭৮৩৬৪৬১৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
