পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের সংযুক্ত আরব আমিরাত শাখা কমিটির নির্বাচন উপলক্ষে যারা সদস্য হয়েছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ওমান শাখার সভাপতি কাইসার হামিদ।
সেইসাথে আমিরাতে অবস্থানরত যে সকল প্রবাসীরা অত্র সংগঠনের সদস্য হতে আগ্রহী, তাদেরকে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাসির উদ্দিন, শরীফ ইমু, মোহাম্মাদ বেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় কমিটির মোঃ নাজিম উদ্দিন, আবুল কাসেম মান্নান ও আব্দুল হালিমের সাথে যোগাযোগ করে সদস্য হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
আগামী ১০-মার্চ পর্যন্ত সদস্য সংগ্রহের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে। এই তারিখের মধ্যে যারা সদস্য হবেন, তার সবাই সংগঠনের নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পাবেন বলেও জানিয়েছেন কাইসার।
উল্লেখ্যঃ সমাজের গরিব অসহায় প্রবাসীদের নিয়ে গত এক বছর যাবত অত্র অঞ্চলে কাজ করে যাচ্ছে সংগঠনটি। কাজের মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে বেশ সুনাম অর্জন করেছে তারা।


প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
