ওমানে বিক্ষোভ করে গ্রেপ্তার নিজাম নামে এক বাংলাদেশি জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের এক মাস পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট ভোরে তাকে মুক্তি দেওয়া হয়।
তবে এখনো তার বিরুদ্ধে আনীত অভিযোগ কিংবা দায়ের হওয়া মামলা খারিজ হয়নি। নিজাম জানিয়েছেন, তিনি মুক্তি পেলেও তার সঙ্গে হাজত খাটা অপর ৫ বাংলাদেশি এখনো জেলেই রয়েছেন।
জামিনে মুক্তি পেলেও এখনো দুশ্চিন্তা কাটেনি প্রবাসী নিজামের। আইনি জটিলতায় ফের আটকে যাবেন কিনা সেই শঙ্কায় আছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
