দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর মাসজুড়ে গান গাইবেন কলরব শিল্পীগোষ্ঠীর কণ্ঠশিল্পীরা। দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে এ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে শিল্পীগোষ্ঠীটি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ ঘোষণা দেয় কলরব শিল্পীগোষ্ঠী।
বিষয়টি নিয়ে সংগঠনের নির্বাহী পরিচালক ও সংগীত শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান ডেইলি বাংলাদেশকে বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনুরোধের কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা এ আয়োজনের অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করবো।
তিনি বলেন, যারা নিজেদের বিশ্ববিদ্যালয়ে আয়োজন করতে ইচ্ছুক, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এরপর সে অনুযায়ী আমরা প্রোগ্রাম নিচ্ছি। এই প্রোগ্রামে আমরা শুধু গাইবো।
বদরুজ্জামান আরো বলেন, আগামী ১১ সেপ্টেম্বর ঢাকার তিতুমীর কলেজে প্রথম প্রোগ্রামটি হবে। এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করে যাবো। এরপর ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে গান করবো।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইসলামিক ও দেশের নানা অসংগতি নিয়ে গান করে আসছে কলরব শিল্পীগোষ্ঠী। এরই মধ্যে তারা দর্শকপ্রিয়তা পেয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এবার দেশজুড়ে প্রোগ্রামের সিদ্ধান্ত নিলো শিল্পীগোষ্ঠীটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
