কারা অধিদফতরের সিনিয়র জেল সুপার ও জেল সুপার পদের পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনটিতে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী সই করেন।
আদেশে সুরাইয়া আক্তারকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত), সুভাষ কুমার ঘোষকে শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার, নেছার আলমকে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার, মো. মতিয়ার রহমানকে দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার ও মো. আবি তালেবকে কারা অধিদফতরে সংযুক্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কারা অধিদফতরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই পাঁচ কর্মকর্তাকে বদলি/রদবদল করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
