ওমানে অর্থের বিনিময়ে চাকরী দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণার করার দায়ে এক প্রবাসীকে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ এক বিবৃতিতে আরওপি- জানিয়েছে, মাস্কাট প্রদেশের বিভিন্ন ব্যক্তিকে অর্থের বিনিময়ে চাকরী দেওয়ার প্রলোভন দেখানোর দায়ে ঐ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে প্রতারক ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানায়নি আরওপি।”
আরো পড়ুনঃ
ওমানের সুরে চাকরীর সুযোগ
ওমানে মাত্র ৯৯ রিয়ালে কোয়ারেন্টাইন প্যাকেজ!
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশী নিহ’ত
ওমানে সম্পূর্ণ চালু অবস্থায় বিক্রি হবে একটি সুপার মার্কেট
মিথ্যা সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে ওমান
এদিকে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন না মানার দায়ে এক প্রবাসীকে আটক করেছে আরওপি। পুলিশ জানিয়েছে, সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে আল-দাখিলিয়াহ প্রদেশ থেকে সেই প্রবাসীকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মোকাবেলায় সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওমানে আগত সকল নাগরিকদের বাধ্যতামূলক ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। দেশটিতে আগত যাত্রীরা ওমানের যে কোনও হোটেলে আবাসন বুক করতে পারবেন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য উপযুক্ত হোটেলও প্রস্তুত করেছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
