বৃষ্টি বন্যায় বিপর্যস্ত হচ্ছে একের পর এক দেশ। এক প্রান্তে বাংলাদেশ পানির তলায় অপরদিকে ওমান ও মধ্যপ্রাচ্য থেকেও আসছে দুঃসংবাদ।
এবার ওমানে ভারী বৃষ্টিজনিত আকস্মিক বন্যায় নিজুয়ার ওয়াদি তানুফে প্রবাসীসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পর্বতারোহীর একটি দল ওয়াদি অতিক্রম করতে গেলে ৫ জন পানিতে ভেসে যান।
পরে পুলিশের অভিযানে তাদের মধ্যে ৪ জনকে মৃত অবস্থায় এবং অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে বাংলাদেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন অন্তত ১৮ জন।
এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, একজন করে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।
আজ শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। বন্যা পরিস্থিতির ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ভারী বৃষ্টির কবলে আছে সৌদিও, ইতোমধ্যেই দেশটির অনেক রাস্তাঘাট ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। মক্কায় আরও ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসানসহ বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















